বছর ছয়েক পরে
যদি আবার দেখা হয় ,
চৈত্রের রুক্ষতা কাটিয়ে
বিকেল বেলার মৃদু রোদের
কোন এক বৈশাখী মেলায়,  
চরকি তে চড়ার সাধ জাগবে নিশ্চয়?


বছর ছয়েক পরে
যদি আবার দেখা হয়,
হিমেল হওয়ায় গা ভাসিয়ে
ধেয়ে চলা সেই গাঙচিল
যদি থেমে যাই। তবু
বলবে কি আমায়
চলো দুজনে হেটে যায়
আমি আছি তোমার পাশে
নেই তো কোন ভয়।


বছর ছয়েক পরে
যদি আবার দেখা হয়,
অতীতের সমস্ত ভয়ানক স্মৃতি,
গ্লানি, তিক্ত সব সময় মুছে দিয়ে
দুজনে একি সুরে, চিৎকার করে
বলতে চাই, সমস্ত আকাশ সাক্ষী
সমস্ত বাতাস সাক্ষী,  
সাক্ষী সকল রদ্রদয় ।
কখনোই আমাদের প্রেমের
হবে নাকো পরাজয়।


বছর ছয়েক পরে
যদি আবার দেখা হয়
সত্যিই দেখা হবে কি?
মনের মধ্যে শুধু ধেয়ে চলে
আষাঢ়ের নদীর স্রোতের মত সংশয় ।