আমি বেঁচে আছি,
ক্রুশবিদ্ধ বুক, যার মধ্যে রয়েছে
একটা নীল রঙের হৃদয়,
যা এখন রক্তাক্ত, ক্ষত বিক্ষত হয়ে
নেতিয়ে রয়েছে অনাহারী, ক্ষুধার্ত
পথিকের মত। তবু,
আমি বেঁচে আছি।


আমি বেঁচে আছি,
এই পৃথিবীর বুকে, আমি বেঁচে আছি।
ভাঙ্গাচুরা মন আর অশ্রুভেজা
দুটি চোখ নিয়ে। শুধু,
শুধু চোখ জুড়ানো, মায়াময়ী, শ্রীময়ী
অপরূপ সেই চাহনী দেখবো তাই।
আমি বেঁচে আছি,
আমি অপেক্ষায় আছি প্রিয়।