সন্ধ্যা বাতাসে বিষন্নতায় ভরা
আধা ক্লান্ত আমার মন
দূর পানে চাহিয়া ভাবি
খাঁচা বন্দি পাখি নীড়ে ফিরিবে কখন!!  


বন্দি খাঁচায়, বন্দি জীবন
পাখি থেকে থেকে ভাবে অপলকে
হইতো যদি যে আপন তাহার
দেখিতো মোরে সে কোন চোখে!!


মন রইয়াছে তবু বুলি নেই তাহার
লাল দুই ঠোট জড়ানো মুখটিতে
ক্যামনে বলি গো পাখি আমি
নিশ্বাস আটকে আছে যে মোর বুকটিতে!!


পাকা পাকা ফল আর মধু
লেগে আছে যে মোর ঠোটে
শুকনো চাল আর গম
লাগে না যে ভালো মোটে!!


মুক্ত আকাশে, ডানা ছাড়িয়া
উড়িয়া যাইতে মন মোর চাই
ক্যামনে পারি গো আমি
বন্দি খাঁচাই সুযোগ তো আর নাই!!


পার্থনা মোর তোমার কাছে গো
রাখিও না বন্দি আর মোরে
কথা দিচ্ছি তোমার জন্য করিব পার্থন
আমার সৃষ্টি কর্তার তরে!!