আমি বরাবরই তোমার অযোগ্য ছিলাম।
তোমার চোখে মুখে সাগর তুল্য বিশালত্ব!
আর আমি তো সেখানে ঝরে যাওয়া ,
শুকনো নিম পাতা!


আমি সত্যিই বড্ড রঙ হীন।
তোমার ওই রংধনু রাঙ্গানো আকাশে।
আমি এক টুকরো কালো মেঘ...!  
উড়ে বেড়াই ঠিকানা বিহীন বাতাসে।


প্রেম প্রেম খেলায় আমি বেশ কাঁচা
আমার প্রেমে ছিলনা তেমন সজীবতা
তাই হয়তো ছুঁতে পারিনি, পারিনি মাপতে
তোমার ধোঁয়াশা হৃদয়ের গভীরতা!!


ভালোবাসার নীড় বাধতে পারিনি,
তোমার রঙিন হৃদয়ের কাননে ।
পারিনি উষ্ণ প্রেমের আবির মাখাতে ,
আমার হৃদয় জুড়ে থাকা তোমার গগনে!


চোখে নেই ঘুম, অস্থির আমার মন
বেলা গড়িয়ে সন্ধ্যা শেষে রাত্রি হয় যখন
মনের মধ্যে লুকোচুরি খেলে যাই
লিখে যাই কবিতা, মনে ভাসে মিছে আলাপন!!