মন কি জানে না, কতোটুকু ব্যাথা জমেছে
না পাওয়ায়?
কতটুকু গোপনের গর্জন, চোখে বর্ষার পূর্বাভাস
বের হতে চাই, ছড়াতে চাই দিকবেদিক!


বুকের প্রাচীরে ফাঠল ধরেছে,
সে খবর কেইবা রাখে?
কবে হবে বর্ষা?
মেঘ শুন্য হবে আকাশ!


আমার দুচোখে বর্ষা চাই, অঝর বর্ষা!
যে বর্ষায় বন্যা হবে না, নদীরা হবে না অস্থির।
আমি সেই বর্ষা চাই, যা এলে
আকাশ হবে সাদা,বুকের মধ্যে ঝর হবে স্থির!