ধীরে ধীরে রাত হয় গভীর,
চোখে ভাসে-
স্মৃতির পাতার প্রথম দিকের,
অক্ষত বর্ণ গুলো ।
ধরা ছোঁয়া যাই না তাদের ,
শুধু অনুভবে আঘাত হানে।
চেয়ে থাকতে হয় ,
খোলা জানালা দিয়ে
ওই দূর আকাশের পানে ।
রাত হয় আরো বিষাদময়।  
=============
                       - বসন্ত