পৃথিবীর আজ কত দুঃখ!
কত হাহাকার জমেছে পৃথিবীর চারপাশে।
পৃথিবীর পথ গুলো ডুবেছে আজ নির্জনতায়
পৃথিবীর সমস্ত সবুজ পাতায় লিপিবদ্ধ আজ
হাজার হাজার লাশের নাম!


এক পাশে অনাহারীর চিৎকার
অন্য পাশে শকুন, কুকুরের অপেক্ষা!
একটু আধটু বাতাস
অনিয়মে দিক বে দিক বয়ে চলেছে।
কৃপণ হাতে জল ঢালার মত,
আকাশ থেকে বৃষ্টিও ঝরছে।


বাতাস বৃষ্টি, বৃষ্টি বাতাস!
এসবের পৃথিবী দুঃখ ভুলে না।
এসবের অনাহারীর মুখে অন্যও উঠে না।
এসবে বলাকার পালকে উড়বার শক্তিও জোটে না।
পৃথিবী ওগো পৃথিবী!!
বল তুমি বেদনা বুকে নিয়ে
অশ্বথের মত দাঁড়িয়ে থাকবে আর কত কাল?
আর কত কাল!!