এই লগ্ন ভুবনে, ধর্ষিত কাননে
বাধিয়া রহিয়াছে কতই না জ্বালা
অক্ষত মনে, বিবৃত প্রাণে
গাথিয়া রহিয়াছে অষ্টফুলের মালা।


বারংবার আঘাতে, আঁধার শেষে প্রভাতে
মুখে ফুটিয়া উঠে নিস্বার্থ মনের হাসি
দেখিয়া দেখিতে, না পারি আর বুঝিতে
অবশেষে বসন্ত গলায় দেই ফাঁসি।


মনের মধ্যে ধরিয়া, বেধে তাহারে রাখিয়া
কত হাজারো হলুদ সপ্নের হাহাজারি
যাই সে চলিয়া, অন্যের হাত ধরিয়া
অকালে হারাইয়া যাই সপ্নের রাঙাবাড়ী।