আমারও কিছু কষ্ট আছে
অসম্ভব রূপময় কষ্ট
কবুতরের পেখমের মত
নরম তুলতুলে সাদা কষ্ট
আমি ওদের আঁচড় লাগতে দেই না
নিদেনপক্ষে এক বিন্দু দুঃখ
একটু অযত্ন হলেই ওরা চলে যেতে চায়
বড্ড অভিমানী কষ্ট; আমিও
মায়ার পিন্জরে পুষে রাখি
আমার-কষ্ট পাখী
অফিস, আড্ডা, বাসা,সারাক্ষণ
মনের ভিতরে মন, আনমন


ওদের একটি বোন আছে- অশ্রু
অপরূপ, ওদের মতই
মাঝে মাঝে বেড়াতে আসে
ওদের বাইরে নিয়ে যায়
পাহাড়, নদী, ঝর্ণা শোভায়
রাতে, ঘুমাবার ঠিক আগে
ওরা ফিরে আসে, পাশে
আমি অশ্রুকে থেকে যেতে বলি
ওরা বলে না, ওরা চায় না
আমি যেন শুধু- ওদের আঙিনা


কোন একদিন আকাশ এসে বলেছিলো-
ওদের দিয়ে দাও; বিনিময়ে বৃষ্টি দিবো
রূপসীরা আমার মেঘে ভাসবে
আমি দেইনি, ওরা যেতে চায়নি
ওরা বলে- আমরাও ভাসি বেগে
তোমার চোখের নীচে, কালো মেঘে


এভাবেই চলে যাপনের দিন
দিনের শ্বেতে উঁকি দেয় রাতের প্রেত
আমি শ্বেত কষ্ট বুকে নিয়ে শুয়ে থাকি
কথা বলি, আদর, আলিঙ্গন, মিনতি
অভিমান, খুনসুটি, আরো কত কি!


রাতের ক্লান্ত তারায় একদা ঘুমায় শহর
আকাশ ঘুমায়, হয়তো ঘুমায় অশ্রু
শুধু আমি জেগে থাকি, ঘুম জেগে থাকে
আর জেগে থাকে একনিষ্ঠ-
আমার মায়াবতী কষ্ট!!


-বেনামি