প্রকাশ- দৈনিক বাংলাদেশ সময়
প্রকাশকাল-২৭,ফেব্রুয়ারি ২০১৫





রাজনীতিতে জ্বালাও পোড়াও
ক্ষমতাটার দ্বন্দ্ব
অফিস পাড়ায় টাকার লোভে
অফিসাররা অন্ধ।

এ সব দেখে আমরা কিছু
উদ্যমী ও সচেতন,
জনতা আজ হাল ধরেছি
সমচেতা, সমমন।

জন-মানব সেবা হবে
আমাদেরই ইশতেহার,
নিজের জীবন বাজি রেখে
করব সবার কিস্তি পার।