পড়ে-লিখে হচ্ছি বড়
করছি জানার চেষ্টা,
মায়ের মতই আপন আমার
প্রিয় বাংলাদেশটা।


এইখানে রোজ পাখির ডাকে
ভোরের আলো ফোটে,
ফসল ফলার জন্যে কৃষক
ক্ষেত-খামারে ছোটে।


শহর-নগর-গঞ্জে লোকের
ব্যস্ত সময় কাটে,
আপন কাজে মেতে উঠে
অফিস-ঘাট ও হাটে।


বড় বড় স্বপ্ন বোনে
দেশকে বুকে এঁকে,
একাত্তরের বীর সেনাদের
সাহস সাথে রেখে।


রক্ত দামে আনল যাঁরা
স্বাধীনতা কেড়ে,
পাখির মত উড়ছি স্বাধীন
গাইছি গলাছেড়ে।



প্রকাশ হয়েছে- দৈনিক বাংলাদে, ইনকিলাব এবং মাসিক নবারুণে।