আসুক নেমে বাদল আবার অঝোরধারা।
ঈশাণকোণে মাতুক হাওয়া পাগলপারা।
ঝঞ্ঝা আসুক দিগন্তদিক আঁধার করে,
বজ্র জ্বলুক নীল আকাশের বক্ষ জুড়ে।


যাক ভেসে যাক বানের জলে অতীতগুলো,
যাক উড়ে যাক ভেঙে যাওয়া স্বপ্নগুলো।
কেঁপে উঠুক বদ্ধ দুয়ার বজ্রাঘাতে,
ভাঙুক য্ত শিকল আছে প্রলয়রাতে।


তুফান শেষে উঠবে বেজে আলোর বিষাণ,
পুব গগনে উড়বে উষার বিজয় নিশান।
ফুটবে আবার নুতন কুঁড়ি ধ্বংস শেষে,
মেলবে আঁখি রবির পানে নির্নিমেষে।