বিজন ঘরে আপন মনে বসেছিলেম একা ।
   চলার পথের সাথী যারা
   কারেও ডেকে পাইনি সাড়া
বাইরে তখন ঘনায় আঁধার ছিলেম যখন একা।


পুঞ্জীভূ্ত কালো মেঘে পুবের গগন ছায়।
  সকল আলো গেল নিভে,
  বইল বায়ুু ভীষণ বেগে,
ভাঙল আমার গৃহের আগল প্রবল ঝঞ্ঝাবায়।


আঁধার রাতে একাকিনী বাহির হলেম পথে।
  অন্ধকারের বক্ষ তলে
  ব্জ্রশিখা উঠ্ল জ্বলে,
কাট্ল আমার সকল বাঁধন ঝঞ্ঝামুখর রাতে।


বক্ষ কাঁপে দুরুদুরু পিছ্ল পথে যেতে
  বৃষ্টিধারা অঝোর ঝরে,
  নিবেছে দীপ ঘরে ঘরে,
প্রেমিক আমার রুদ্ররূপে আসল সেদিন রাতে।


বজ্রনিনাদ গগন জুড়ে অভয় বাণী বাজে।
  অসীম অপার শূন্যতলে
  খড্গ়গ তাহার উঠছে জ্বলে,
এল আমার হৃদয় রাজা প্রলয় রুদ্র সাজে।


দুঃখ রাতে এলেন তিনি, কাট্ল সকল ভয়।
  ভাঙবে যদি ভাঙুক দুয়ার,
  নাহয় মরণ আসবে এবার,
নির্বিশঙ্ক হৃদয়েতে করব তারে জয়।