বাবা শব্দটি অনেক ভারি, হিমালয়ের চেয়ে!
মা শব্দটি বড় অনেক, শত শত জগত নিয়ে!


বাবা আমার আতঙ্ক ছিল সিংহের মতো!
আমি কোলে থাকলেও মাকে প্রহার করতো,
মায়ের আচলে ছিলাম আমি ভিত সন্ত্রস্ত!


বাবার যত অর্থ, ব্যয় করতো বিপথে,
নড়বড়ে জীবন চলতো মোদের কোনমতে।


মা আমার স্বর্গের দেবী যেন হুরপরি,
বাবা যখন মারতো মাকে ভাবতাম কী করি?
মারতে মারতে বেহুশ হলে বাবা ছাড়তো বাড়ি।
মায়ের আপত্তি বাবা অকাজে উড়াতো টাকা-কড়ি।


একদিন মারা গেল বাবা গাড়িচাপা পরি!
বিলাপ করলেও থাকলনা মা মন খারাপ করি।


মুক্তি পেয়েছি বাবা নামক সিংহের আতঙ্ক থেকে,
আমরা এখন মুক্ত স্বাধীন এ সুন্দর পৃথিবীতে।


আগে মায়ের মুখে কোনদিন দেখিনি হাসি-খুশি,
বার বার মরার চেষ্টা করেছে গলায় নিয়ে ফাঁসি।


এখন মা গার্মেন্টসে চাকরি করে, আমার স্কুলে পড়া,
আমার আশা বড় হয়ে মা ও দেশের সেবা করা।


এমন বাবা যেন না হয় কারো আমার প্রার্থনা,
বাবা কেমন হয় এখনো আমার হলোনা জানা।