তুমি শুধু নামের কবি, ভাবের নয়
লেখনী তোমার রোমিও যদি, কেন প্রেম তোমার নয়?
বকুল ফুলের মালা গাঁথো কার নামে?
তোমার অলিন্দের ছন্দে যে তার নামে,
নিঝুম রাতে কেয়ার সুবাস, অনিদ্রার চোখের তারা,
নাকি ঠোঁটে কোণে রাঙা আভায় যে থাকে তার নামে?


অমন করে অবাক হয়ে দেখছ কি...
বিভোর হয়ে এমন তুমি ভাবছ কি?
আমি তোমার শিরায়.. তোমার মজ্জায়.. তোমার কথায়.. তোমার কবিতায়.. তোমার রক্ত কণিকায়..
আমার কাছে গোপন তুমি রাখবে কি!


একি কবি তুমি কাঁদছো!
চোখে চোখ রেখে অনুভূতি ব‍্যক্ত করোনি-
সে ছিল চোখের পাতায়, হাতের স্পর্শে...
স্বপন তরীর পাল ছিঁড়েছে মনঝড়ে...
সব হারিয়ে, স্বপন হিয়ার শব জ্বালিয়ে
শূণ্য চোখে এখন তুমি কাঁদছো!


কাঁদো কাঁদো কবি তুমি কাঁদো
কলমটা যে তোমার কথা শোনে না
কথারা সব আঁকিবুকি
কলম চিরে ভাবটা মনের এক্কেবারে ফোটে না।


কবি, আজের পরে কলম তুমি তুলোনা
প্রেম তোমার ভাব ছেড়েছে
ছাই-ভস্ম যা চাই করো
লেখনীটা ছেড়ে দিতে একদম তুমি ভুলোনা।