ছোট্ট মেয়েটি আমার দিকে বার বার ফিরে চায়
জানি না সেটা ভালোবাসা, বিস্ময় নাকি ভয়?
মনে পড়ে, একদিন শহুরে ভিড়ে
হারিয়েছিলাম বোন
আজো সেই ফুটফুটে কোমল মুখে
খুঁজে চলেছি আপন।
মনের ডাইরীতে লাল কালিতে লেখা পাতা
খুলে দেখি দিন তারিখ মাস স্পষ্ট ভাষায় লেখা,
ভাতের অভাবে, পেটের তাগিদে
ছোট বোনকে কোলে তুলে
একদিন শহরের পথে পাড়ি জমিয়েছিলাম
দুঃখ-কষ্ট ভুলে।
শহর আমাকে আদর করে টেনে নিল বুকের মাঝে
হারিয়ে ফেললাম সোনা বোনকে হাজার কাজে,
পথে ঘাটে হাজার কোটি লোকের ভিড়ে
আর পাইনি আমার সেই বোনটিকে ফিরে।

আজ কেন জানি হঠাৎ থমকে দাঁড়াই
ফুটফুটে কোমল মুখটি দেখে
আমার আদুল গাঁয়ের
সেই বোনটির স্মৃতি ফিরে পাই॥