একুশ তুমি লাল কেন প্রশ্ন জাগে মনে
গোপনে কি বলেছিলে কথা কৃষ্ণচূড়ার সনে?
একুশ তুমি আন্দোলন আর শ্লোগানে কেন মুখর
ভাই হারানোর ব্যাথায় মা আজও হয়ে আছে পাথর?


একুশ তুমি সকাল বেলা খালি পায়ে হেঁটে
কেন আমায় চুপিচুপি বল শহীদ মিনারে যেতে?
একুশ তুমি হাজার ফুলে সাজলে কেন বধূ
ভাই হারানোর পরেও তুমি কেন মায়ের ভাষা শুধু?