শিশুকালে মায়ের কোলে শুনতাম যখন গান
ভাবিনি ওই গানের জন্য দিতে হবে প্রাণ,
একদিন মা বলল ডেকে শুনেছিস খোকা ওরে
গানগুলো সব ফিরিয়ে নিতে জম এসেছে দ্বারে।


জম কেন মা, গানগুলো না তোমার বুকের ধন
গানের জন্য তোমার ছেলে দেবে প্রাণ বির্সজন।
জম বলল, ওরে গাধা লড়ছিস কেন মিছে
সোনার জীবন নষ্ট করছিস বাংলা ভাষার পিছে।


উত্তর আমার প্রলোভনে আর ভুলবে না বাঙালী
হাজার লক্ষ নিযুত কোটি প্রাণের দাবী আজ
বাংলা আমার মায়ের ভাষা মাথার শির ও তাজ ॥