আজানের ধ্বনি আসে দূর হতে ভেসে
আল্লাহ মহান শুনে মোমিন মসজিদে আসে
ফরজ বিধান মেনে ওযু করে নেয়।
বিসমিল্লাহ বলে ডান পা দেয় দ্বারে
ইকামত দিলে পরে নামাজে পা’বন্দি করে
রবের সামনে দাঁড়ায়ে নত শিরে
একে একে স্তুতি বাণী উচ্চারণ করে,
ডানে বামে ফেরেশতাদের সালাম জানায়
নামাজ শেষে ভুল ত্রুটি মাফ চেয়ে নেয়।
পরিশেষে দু’হাত তুলে মোনাজাতে বলে
নরক হতে বাঁচাও খোদা, রাখ মোরে সুখে
পিতা মাতারে দাও দয়াল উচ্চ মর্যাদা
কিয়ামতের কঠিন দিনে আরশ তলে ছায়া
তোমার নাম নিয়ে হে মহান
ছাড়তে পারি এ ধরনীর মায়া ॥