টপটপ করে ঝরে ঘাম আজ
সূর্য মাথার উপর,
দাম্ভিকতায় বড় কে আজ
প্রমাণ চাহিল অমর।


ধরনী সিন্ধু উত্তর কিন্তু
মরুভূমি হবে সব,
তারপর দেখি কেমনে জেতে
রবি নামে দিবাকর?


সূর্য অনল ছড়ায়ে পাগল
ধূ ধূ করে চারিদিক,
ধরনীবাসী তৃষ্ণায় মরে
জল চাহিল ভিক।


দয়ায় বিধাতা চাহিল ফিরিয়া
বন্ধ হল লড়াই,
মেঘ রাজা মেঘে মেঘে আর জলে
করল সাগর সিন্ধু বোঝাই।