নিঝুম বনে জাগল সাড়া
নব রুপে সাজলো ধরা,
সবুজ বিটপী বধূরুপে
হরিণকে বর সাজিয়ে
সিংহ মামা কাজী হয়ে
বনের সকলে হাজির হয়ে
বাঘ শেয়াল হিংসা ভুলে
পেঁচা বাদুড় ঘোমটা খুলে
হাসি সবার সাথী হয়ে
কাক ও কোকিল তাল মিলিয়ে
কুমির কাকাতুয়ার রাগ ভুলিয়ে
সজারু শকুন হাত দুলিয়ে
বলল সকল সমস্বরে
বিয়ে তোমাদের শুভ হোক
জীবন চিনি মধু হোক
সকল বন্য মোরা ভাই ভাই
মোদের কোন হিংসা নাই।