কাঁটা ভরা এ পথে তুমি
হেঁটেছ বীরের মত,
কালো হাত আর বিষাক্ত ছোবল
আরো কত অজানা বাঁধা এসেছে শত শত।
কোন বাঁধাই পারেনি থামাতে
তোমার এ দূর্বার গতিকে,
লক্ষ্য তোমার অটুট ছিল
বিশ্বাসের ভিত্তি মোড়ানো ইস্পাতে।
জ্ঞানের তৃষ্ণা তোমার চলার গতিকে
করেছে আরো গতিময়,
এক ঝাঁক তরুণ যুবক তোমার
দূর করেছে ভয় ভীতি সংশয়।
কখনো তুমি হয়েছ রিক্ত
পাঠকের অভিযোগ অভিমানে,
কখনো তুমি হয়েছ সিক্ত
ভালোবাসা আর অনুরোধে।
বেঁচে থাক তুমি হাজার বছর
লাখো পাঠকের মনে,
তোমার দ্বারাই হোক সূচনা
জোয়ার উন্নয়নের ॥