এক গঙ্গা পবিত্র ভালোবাসা তোমার জন্য
যা আমার সারাজীবন অভিশাপ হয়ে থাকবে,
সব প্রেমিক তো শাজাহান হয় না
যে ভালোবেসে প্রেমিকার জন্য তাজমহল গড়বে ।।


যদিও আমি ঈশ্বরে বিশ্বাসী নই
তবুও ভগবান কে বলব পরের জন্মে
আমাকে যেন ভালো মনের মানুষ নয়,
ভালো দেখতে মানুষ বানিয়ে পাঠায় ।।


কারণ আমরা সবাই গুণের প্রশংসা করলেও
দিনের শেষে রূপকেই ভালোবাসি।
এটা তোমার দোষ নয়,
এই যে পৃথিবীতে এত মানুষ,
তুমি আমি আমরা......
আমরা সবাই,সবাই একই রকম ।।


তা না হলে এত মেয়ে থাকতে
তোমাকেই বা ভালো বাসলাম কেনো,
তোমার উজ্জ্বল ত্বক,
ঝর্নার মতো পাকানো কালো ঘন চুল,
দুর্গার আদলে গড়া টান টান চোখ,
যেনো মনে হয় সদ্যস্নাত এক টুকরো
পূর্ণিমার চাঁদ,যার প্রেমে আমি রোজ পড়ি ।।


....কি বলবে, বলবে যে একটু বেশি বলে ফেলছি ।
মোটেও না_সত্যি বলতে....
তোমার সৌন্দর্য প্রকাশ করার মতো শব্দ
আমার কল্প ভান্ডারে নেই ।।


অপরদিকে দেখো এই যে আমি
কি ভীষণ রকমের কালো,
কুৎসিত কালো,কাকের মতো!
কাক আর কাকাতুয়ার মধ্যে
শব্দের কিছুটা মিল থাকলেও
বাস্তবে কিন্তু আসমান ফারাক ,
ঠিক যেমনটা তোমার আর আমার ।।


তাই এ জন্মের বিচ্ছেদটা আমি মেনেই নিলাম,
পরের জন্মে অনেকটা রূপের অধিকারী হয়ে
তোমাকে প্রেম নিবেদন করব ।।