রক্তের আবেগ নিঃসময় প্রান্তরের খেলায়
দিন ফুরিয়ে গেল দেখতে দেখতে  ।
আঁচলে মুখ ঢেকে কাঁদল গনা-কয়েক স্বজন
ব্যস্ততাকে আজ ছুটি দিলাম ।


থেমে গেল ক্লান্ত জুতো জোড়া
হাত ঘড়িটাও থেমে যাবে ঠিক আমার মতোন করে
জ্বানালার দেওয়াল ঘেঁষে কেউ বসে থাকবে না আর
আমার ঘরে ফেরার অপেক্ষায়  ।
থাকবে না আর কোনও অনামিকার আবদার ।


অ-সমাপ্ত গল্পটা বইয়ের ভাঁজেই থেকে যাবে
পূরণ হবে না আর ,
নেই কোনো ফোন কল
সাঁড়ে-দশটায় ট্রেন ধরার কোনো  তারা নেই
অশ্রুর বাষ্পে প্রিয়জনেরাও ভুলে যাবে ধিরে ধিরে ।


এখানে রাত অনেক গভীর ,শরীর পচা গন্ধে
কেউ কথা বলে না  । শান্তি……………।
কঠিন মাঠি শুষে নিচ্ছে আমায়
আমি মিলিয়ে যাচ্ছি ক্রমাগত ।


ইতি………
           আমি মৃত  ।।
                            ............