তুমি বরং ওই টুকুতেই থামো
পলসা রোদের ঝলকানিতে বৃষ্টি হয়েই নামো
তুমি বরং দিনের শেষে রাত্রি হয়েই থাকো
তুমি বরং কাব্য ভুলে কবিকেই শুধু ডাকো ।


তোমার সময় ব্যস্ত জানি
ঘড়ির কাটার ঊর্ধে চাপ
আমার সময় ক্লান্ত বোঝাই
কিছুটা হলেও মন খারাপ ।


বলছে সবাই দূষণ বিহীন তুমি
জীর্ণতা মেখে শহরের ইমারতেরা
আসলে তুমি বড়োই ছাপোষা
আমার কাছে ভীষণ ছন্নছাড়া ।

মুক্তি কি মিলবে তবে
মন খারাপের অপেক্ষাতে
যার স্বপ্নে মুক্তিকে খুঁজে ছিলাম
সেও আছে আজ ভীষণ অপূর্ণতাতে।


মোক্সা কবি যদিও আমি নই
তবুও দু-চারটি গালি দিলেও দিতে পারি
অভিমান ভুলে ফিরে আসতে বলছি না
কিন্তু তবুও শেষ একবার দেখা হওয়া দরকারি।।