হারিয়ে যাওয়া অতটা সহজ নয়!


আলোকে হার মানিয়ে সেদিন অন্ধকার
নিজেকে নিরুদ্দেশ ঘোষণা করলেও
বিবর্ণ চাঁদ দেখে দিক খুঁজে নিয়েছিল নাবিক ।


তুমি কি সেই নাবিক হতে পারতে না
আমিও তো বিবর্ণ, রূপ নেই রং নেই
কলঙ্কিত, কিন্তু তবুও তো চাঁদ ।


আসলে তুমি হারাওনি
হারিয়েছে আমার উথ পাহাড় স্বপ্ন
এক গঙ্গা বিশ্বাসের তাজা রক্ত সম হাইমেন
আর পুরুষ স্পর্শ মাখা বৈশাখের বিকেল ।


যে স্পর্শ গুলো আমাকে অনেক কিছু শিখিয়েছিল,
ভেবেছিলাম এটাকেই বুঝি ভালোবাসা বলে
পুরুষ বুঝি এভাবেই ভালোবাসে ।


তার পরেও তোমার হতে চেয়েছিলাম
মায়ায়....! মায়া বড়ো কঠিন রোগ প্রিয়
একবার জড়ালে ভালোবাসাকেও হার মানায় ।


তাই পরের জন্মে তুমি নাবিক নয়
গতিহীন-পালহীন-নাবিকহীন জাহাজ হয়ে জন্ম নিও,
অথৈ সমুদ্রে গাঁ ভাসিয়ে
সতীত্বের পরিচয় দিতে দিতে সেদিন
তোমার বিবর্ণ হারানো চাঁদ খুঁজে পাবে।।