কাক-ভোরের  কোলবালিশ ডিঙিয়ে
শহরখানা তাকিয়ে আছে সুদূর ।
একটা না গড়া সংসার গড়ার স্বপ্ন নিয়ে
মেঘ চেরা সিঁথিতে আঙুল ঘসি ।।


নানান অনুযোগ,হাই-ল্যান্ডের ডিপ্রেশন,
অভিশাপ পিপাসু এই আমি
আসলে বর্তমান-প্রাক্তনের ককটেল ।
সন্ধ্যা নামে,


রাত গভীর হয়,অনেকটা গভীর হয়
অবাঞ্চিত সেই গ্লাস ভরা অপ্রেমিকের ভালোবাসা
প্রেমের কল্কি সাজায় ।একবোঝা দায়িত্বের ধোঁয়ায়
পুড়ছে ফুসফুস নাকি হৃদয়! দিক-চিহ্নহীন ।


সুইসাইড স্কোয়াডে নিবেদিত প্রেম
ঝুলছে সিলিং ফ্যানে - জিজ্ঞাসা চিহ্নের হুকে ।।