সে সম্পর্কটা পূর্নতা পাবেনা জেনেও
জিততে চায় তাকে ভালোবাসা বলে,
আর যে সম্পর্কটা পূর্নতা পাওয়ার পরও
হেরে যায় তাকে প্রেম বলে ।


একটি মাত্র চিরকুটে চার লাইনের কবিতা
যে বিশ্বাস ও সন্মানের জন্ম দেয়
তাকে ভালোবাসা বলে ।
আর ঘন্টার পর ঘন্টা কথা বলার পর
খোঁজ নেওয়ার পর যে সন্দেহের জন্ম দেয়
তাকে প্রেম বলে ।


প্রেম আর ভালোবাসার মাঝখানে
দুটো রেললাইন সম দূরত্ব
ছিল আছে এবং ভবিষতেও থাকবে ।।


আসলে ভালোবাসা গুলো খুব কোমল হয়
এখানে সন্দেহ থাকে না,শরীর থাকে না
থাকে শুধু এক আকাশ স্বাধীন ভালো থাকা ।