আমি এলিয়েন বলছি...
যা তোমরা দেখছো সেটা তোমাদের দেখানো হচ্ছে
তাই তোমরা দেখছো
তোমরা তো পঙ্গু,  যখন বাঁধন খুলে দেওয়া হয় তখন তোমরা লাফালাফি করো
ঠিক যেন নাট্যমঞ্চের কাট পুটলি...


আমি এলিয়েন বলছি...
কখনো মসজিদের নামে
তো কখনো মন্দিরের নামে
কখনো গীতার নামে
কিংবা কখনো কোরআনের নামে
তোমাদের মাতাল করে তোলা হয়


আমি এলিয়েন বলছি...
তোমরা যেটাকে ধর্ম বল
সেটাতো ধর্ম নয়, রাজনীতি..
গৌতম বুদ্ধের কথা মনে আছে ,
কৃষ্ণের কথা,
যীশুর কথা,
মুহাম্মদ এর কথা ...


মনে থাকবে কেন?


তোমরা তো আজ রাজনীতিবিদদের বুদ্ধ- কৃষ্ণ- যীশু কিংবা মোহাম্মদ মনে করো..


যে স্বাধীনতার গল্প শুনিয়ে তোমাদের ঘুম পাড়ানো হয়...
তা শুধু নাট্যমঞ্চের কাঠ-পুতুলের গল্পেই সীমাবদ্ধ


আমি এলিয়েন বলছি...
পরাধীনতা তোমাদের স্বাধীন বলে মনে হয়
আর স্বাধীনতা, পরাধীন