রেলিংয়ের ওপারে লাল হয়ে আসা সূর্য ,মরে যায়
আবার জীবন্ত হয়,পরদিন।


যদি কোনদিন মৃত্যুর পরেও
জন্ম নেবার ইচ্ছে হয়.....


তবে মনে রেখো
তোমাকে আবার জন্ম নিতে হবে
কাঠ কয়লার মতো পুরে যেতে যেতে।


যদি কোনদিন ঘুড়ি ওড়ানোর কথা মনে পরে
মনে পরে শহরের ভিড়ে শেষ হয়ে যাওয়া গ্রামের গল্পকথা,
শঙ্খচিলের গান,
মন্দিরে গুনগুন করে ওঠা গুণকীর্তন
কিংবা বুজুর্গ মানুষটির কন্ঠে খোদার গান।


গ্রাম হতে পুরনো অসভ্য মানুষের ভিড়ে,
মিশর -পিরামিড -কলোসিয়াম কিংবা তাসমানিয়ার হারানো সাগরতীরে...
কোন ছোট্ট তরনীর খোঁজে....


যদি কোনদিন,


নিজেকে আবার আদিম বলে মনে হয়,
তবে ফিরে এসো...
আমার কবরে,
আমি জ্যান্ত আছি।