মেয়েটি কুটকুটে কালো,
তাই বুঝি কেউ দেখতো না তারে
তারও তো কত কথা ছিল বলার প্রাণভরে
শান্ত নদীর তীরে,
সুশ্রী রমণীর মতো দীর্ঘশ্বাস...
অথবা সকলেরই মতো কোনো বৈধ সহবাস,
হেলে দুলে কোনো এক পুরুষের কোলে এই গোটা কাল!
জানতে চাইনি কেউ কোনদিন স্বেচ্ছায়
কেন আজ সবকিছু ফেলে এই বেশ্যায়
নিঃশ্বাস ছেড়ে ছেড়ে অবিরাম...
মাটির পৃথিবী ফেলে বন্দী ঘরে আটকানো,
তার সারা জীবনের সংগ্রাম।