ক্রুশে বিদ্ধ কিংবা গিলোটিনে,
সহস্র মৃত্যু উল্লাসে হাসে
মৃত্যু, তাদের মৃত্যু এনে দেয় নি..
বরং আরো করেছে প্রাণবন্ত।
সত্যকে তুলে ধরবে বলে,
যারা শিকলে বাধা কারাগারে
অত্যাচারীদের তৈরি ফাঁসির মঞ্চে
বাঁচবার জয় গান গেয়ে গেছে...
তাদের রক্তের গন্ধ শুঁকে.... মৃত্যু,
ছোট্ট শিশুটির চোখ দিয়ে দেখেছে-- পুনর্জন্ম ,
বিপ্লবের হাত ধরে
দেখেছে আগুন,
দাউ দাউ করে জ্বলেছে অন্তরে।


যাদের অন্ধকার ভেবে শেষ করতে চেয়েছে
                          দিক হতে দিগন্তে....
সেই অন্ধকার আবার প্রদীপ  হয়ে জ্বলতে শুরু করেছে!