অন্ধকারকে তুমি ভয় পাও
কেননা দিন শেষ হয়ে গেছে,,,


কিন্তু আমি,
                  অন্ধকারকে অন্যভাবে দেখি।


অন্ধকার , আমার কাছে একটা প্রেরণা
বুদ্ধের বোধিজ্ঞান এর মত,
কুরুক্ষেত্রে কৃষ্ণের পবিত্র বাণী গুলির মত।


মক্কা থেকে মদিনা পালিয়ে যাওয়া মোহাম্মদের দিনগুলোকে,
তোমার কাছে অন্ধকার মনে হতে পারে
কিন্তু আমার কাছে দুর্গম সুরঙ্গ হতে বের হওয়ার পথ।


অন্ধকার?


আমার কাছে শুধুই অভিশপ্ত মরুভূমি নয়,,,
উজ্জ্বলতা'কে যেমন তোমার একান্ত নিজের বলে মনে হয়,,,,,


অন্ধকার, আমার কাছে ঠিক সেরকম।।