রাসুল (সাঃ) এর দাদা আঃ মুত্তালিবের সময়,
ঐতিহাসিক এক মস্ত বড় আপতন ঘটে যায়।
যাকে আজো স্মরনীয় করে রেখেছে কুরআন,
সেটি হচ্ছে হাতি ও হাতি ওয়ালার উপাখ্যান।
‘আবরাহা আল-হাবশী’ নামে ছিল এক রাজা,
তৈরি করেন তিনি ১ “আল-কুল্লায়েস” গির্জা।
এটি তৈরি করার পেছনে উদ্দেশ্য ছিল তাঁর,
হাজীগণ যেন গির্জায় যায় পরিবর্তে কা’বার।
যার কারণে আরবের লোকেরা খুব কুপিত হয়ে,  
জনৈক ব্যক্তি মল ত্যাগ করে ঐ গির্জায় গিয়ে।  
মল ত্যাগের খবর যখন আবরাহা জানতে পারে,    
অতিশয় রাগান্বিত হয়ে এই বলে কসম করে,  
তিনি অবশ্যই এসে কাবাকে করবেন ধ্বংস,  
হাতী সঙ্গে নিয়ে রওয়ানা কর হাবশী বংশ।  
যখন তারা তায়েফে মুগাম্মাস নামক স্থানে যায়,
আল-আসওয়াদ বিন মাকসুদকে মক্কাতে পাঠায়।
সে তাহামা এলাকায় কুরাইশদের মাল করে লুট,
এমনকি নিয়ে যায় আব্দুল মুত্তালিবের দু’শত উট।
কুরাইশ ও অন্যান্য গোত্র তারা করতে চায় প্রহত,      
প্রবীণ আ: মুত্তালিবের কুরাইশ বংশে ছিল নেতৃত্ব।


মোহাম্মদ সাহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসী )


চলবে>>>>>>>>>>>>>>>>>>