পূর্ব প্রকাশিতের পর___


তুমি, এ সম্পর্কে আমাকে যে কোন কথা বলছ না ?
উত্তরে বলে আমি উটের মালিক, কা’বার মালিক না।  
যিনি কাবা শরীফের মালিক তিনিই নিবেন পদক্ষেপ,  
আমি, কাবা ধংসে করতে চাই না কোন হস্তক্ষেপ।
প্রতি উত্তরে আবরাহা আব্দুল মুতালিবকে ডেকে কয়,  
আমার ক্রাঁতি থেকে তিনি করতে পারবে না সঁচয়।
পরে আবরাহা, আঃ মুত্তালিবকে তার উট ফেরত দেন,
উট নিয়ে আঃ মুত্তালিব কুরাইশদের নিকট ফিরে যান।
ফিরে এসে কুরাইশদের মক্কা ত্যাগে আদেশ করে দান,
যাতে তারা সেনাদের আক্রমন হতে পায় পরিত্রান।
এই বলে সরদার আব্দুল  মুত্তালিব উঠে চলে যায়,
উঠে গিয়ে জড়িয়ে পড়ে কাবা শরীফের দরজায়।  
কুরাইশ বংশের আরো কিছু লোক সঙ্গে ছিল তার,
সকল লোক মিলে মহিপতির নিকট হাত তুলে এবার,  
ওগো দয়াময়-মহামহিম, ওগো নিখিল সৃষ্টের স্বামী,  
আবরাহার আক্রমণ হতে আমাদের রক্ষা করো তুমি।
আব্দুল মুত্তালিব কা’বার দরজা ধরে এ দোয়াও করে,
হে রক্ষী সকল মানুষ যেমন নিজ নিজ ঘর রক্ষা করে,
তেমনি করে করো তুমি তোমার ঘরের হেফাজত,
তোমার তরে এ মিনতি করছি মোরা তুলে দুই হাত।  


মোহাম্মদ সাহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসী )


চলবে>>>>>>>>>>>>>>>>>>