মানুষ মাত্রই ভুল, তবে
অবসান কর,
ঝগড়ার পরে ভালবাসা
আরো হয় গাঢ়।


মাটির কলসিও একত্রে
রাখা হলে পরে,
মনের অজান্তেই ওরা
ঠোকাঠুকি করে।


দীর্ঘকাল একত্রে থাকে
নিষ্প্রাণ পাথর,
তাদের মাঝেও ঝগড়া
হয় অত:পর।


শান্তি আর অশান্তিতে
গড়ে উঠে ঘর,
ভুল ভুলে  জ্বলে উঠে
বঁধু আর বর।


মোহাম্মাদ সহিদুল ইসলাম