অন্তরে আগুন জ্বালাইয়া তুমি গেলা কই?
গাছেতে উঠাইয়া দিয়া টাইনা নিলা মই।  
তোমার বিচ্ছেদ জ্বালা কেমনে আমি সই?  
তুমি বীনে একলা বল কেমনে আমি রই?  


রঙ বেরঙের স্বপ্ন দিয়ে তুমি গেলা চলে,
বল তুমি, কেমন করে অন্যের সাথী হলে?
আমারে কান্দাইয়া বল কি সুখ তুমি পেলে?
বিবা-নিশি আমি এখন ভাসি চোখের জলে।


মনের শান্তি চোখের ঘুম সব নিয়েছ কেড়ে,
জীবন বৃক্ষ ছাই হল মোর প্রেমানলে পুড়ে।
মিষ্টি মধুর কথায় মনটা নিয়েছিলে কেড়ে,
বল তুমি কেমন করে থাকছ আমায় ছেড়ে।  


আপন কেহ নাইরে, সবাই কলঙ্কিনী বলে,  
এখন শুধু বালিশ ভিজাই আমি আঁখি জলে।  
বিরহিণীর নাইরে কেহ এইনা ধরা তলে,  
তোমার বিচ্ছেদ জ্বালায় অন্তর যায়রে জ্বলে।


ভালবাসা ভাল নারে সর্ব লোকে কয়,  
সর্ব সময় প্রেমানলে অন্তর পুড়ে খায়।
মনে তোরে চায়রে বন্ধু প্রাণে তোরে চায়,
একবার এসে দিও দেখা মনে যদি লয়।  


মোহাম্মদ সহিদুল ইসলাম (সিংগাপুর প্রবাসী)