ছিলে তুমি কোথায়, আবার এলে বা তুমি কই?
একবারও কি ভেবেছ তুমি, যাবে আবার কই ?
এমন অনেক নির্বোধ আছে প্রণেতা চিনেনা,
স্রস্টাকে সে দেখেনাই বলে, স্রস্টা মানেনা।
এমন সকল বোকার কাছে প্রশ্ন রাখব আমি,
যাকে পিতা বল, তাকে কেমনে চিন তুমি?
তুমি কি কভু জন্ম হতে দেখেছ নিজেকে?  
তবে কেন বিশ্বাস করো তোমার পিতাকে?
প্রণেতা তত্ত্ব, চির সত্য এই বিশ্বাস ঘিরে,
যেথায় হতে এসেছ তুমি, সেথায় যাবে ফিরে।
স্রস্টার হুকুম পালনে মোদের আছে ওয়াদা,
মোরা,তাইতো তারে স্মরণ রাখি সদা-সর্বদা।  
বিধির শ্রেষ্ঠ সৃষ্টি, তোমার আছে কি তা মনে?  
তোমার কর্মের হিসাব হবে হাসরের ময়দানে।
মনে রেখ, মানুষ তুমি, তোমার উপর কেহ নাই,
তাইতো তোমার হিসাব হবে, পশুর হিসাব নাই।
আছে সবার জানা, দুনিয়াটা হবেই হবে ফানা,
তবে, করছ কেন ছল-চাতুরি, করছ বাহানা?
বাপ চিনবে না সন্তানকে, সন্তান চিনবেনা বাপ,
এমন কঠিন সময়ের জন্য, হয়কি অনুতাপ?  
থাকতে সময় হও হুঁশিয়ার, হইয়োনা নাফরমান,
নইলে কিন্তু পড়বে ধরা, পাবেনা পরিত্রাণ।


মোহাম্মদ সহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসী)