বিনা দোষে তোমরা আমায়,  
কেন কর দোষী?
মন না জেনে কাউকে তোরা,
করিস না পরবাসী।


নির্মল আমি, নির্দোষ আমি,
কেন দূরে ঠেলে দাও?
কোন কসুরে আমায় ছেড়ে,
আড়ালে লুকাও?


অন্তর আমার গুমরে কাঁদে,
একটুখানি ব্যথা।  
কেউ জানতে চাইল নাতো,
আমার কষ্টের কথা।


আমায় তুমি খুব সহজে,
কেমনে গেছ ভুলে?
আজো আমি তোমায় স্মরি,
লোনা চোখের জলে।


আমি যেদিন হারিয়ে যাব,
বুঝবে সেদিন বুঝবে।
বিলাপ করে সেদিন আমায়,
খুঁজবে সেদিন খুঁজবে।


তখন কি আর আমায় খুঁজে,
পাবে জগত ঘুরে!
আমি কি আর থাকব তখন,
কারো চোখের পরে।


মোহাম্মদ সহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসী)