ভাল একজন মানুষ চাইরে,ভাল একটা মন,
জাতির জন্য ব্যকুল যিনি,থাকবে সারাক্ষণ।


উপচিকীর্ষায় লাগেনা রে,পর্বত সম ধন,
শুধু তোমার প্রয়োজন,উদারনৈতিক মন।


কখনো করেছ কি তুমি! পরের প্রশংসন,
অপরের শংসনে লাগে, প্রশস্ত এক মন।


ভালবাসতে ফর্সা ত্বকের, হয়না প্রয়োজন,
প্রেম-পিরিতে লাগে শুধু,মনের মত মন।


ভাল হতে লাগেনা রে,অর্থ-বিত্ত, ধন,
সার্থক হতে প্রয়োজন, মার্জিত আচরণ।


ভদ্র হতে লাগেনা রে,দামী দামী বসন,
ভদ্র তিনি, জেনে রেখ, শিক্ষিত যেইজন।


মানুষের মত মানুষ হতে, শিক্ষার প্রয়োজন,
সুশিক্ষার ভাই এ জগতে, বড়ই অনটন।


আজকাল দেখিনা ঢের, সুশিক্ষিত জন,
হতে পারে,মূর্খ আমি,হয়না তাই দর্শন।


শিক্ষায় যদি ঐশ্বর্যশালী,না হয় কারো মন,
কে বলে শিক্ষিত তারে, মূর্খ সেই জন।


বড় বড় বই পড়লে কি, হয়রে বিচক্ষণ,
বিজ্ঞ হতে হয় প্রয়োজন, মনের বিশোধন।


ডিগ্রী আছে ভুরি ভুরি, মূল্যহীন এখন,
বেআইনীতে নিজেদেরকে,করেছি অর্পণ।


আজ কারো ভাই হারাচ্ছে,কাল হারাবে বোন,
এমনি করে দেশটি বল, চলবে কতক্ষন?


দুরাচার মুক্ত দেশ গড়তে, করি সবাই পণ,
কঠোরতায় করি শঠতা বন্ধ,বয়ে যায়যে ক্ষন।


ভাল একজন মানুষ চাইরে, ভাল একটা মন,
জাতির জন্য ব্যকুল যিনি, থাকবে সারাক্ষণ।


মোহাম্মদ সহিদুল ইসলাম
সিঙ্গাপুর_৬০৮৫৩৬