গণতন্ত্র_১
(সিরিজ কবিতা)


গণতন্ত্র চাইনা আমি, চাই স্বাধিকার।
যেখানে কথা বলার আছে অধিকার।


এরই নাম কি গণতন্ত্র?
মূর্খ যেথায় পড়ে মন্ত্র,
তথায় এটি দমন যন্ত্র,
জাতি বৃথা হয় নিরন্ত।
এমন গণতন্ত্রের কোথায় আছে ভার?
গণতন্ত্র চাইনা আমি, চাই স্বাধিকার।


মিথ্যা বলা ও কি গণতন্ত্র?
কথা শুনে কেউ হবেনা চিন্তিত।
হয়তো কেউ বলতে পারে!  
গণতন্ত্র, আমি কতটুকু জানি?
আমার কথায় হতে পারে!
হয়তো আইনের মান হানি।


গণতন্ত্র না দেয় যদি, মিথ্যার অনুমোদন!  
কেমন করে সংসদে হয়, মিথ্যার প্রকরণ?
কেউবা হয়তো আমার কথায়
মাথায় দিচ্ছে হাত
কেনই বা করছি আমি
নিষ্ফল আর্তনাদ


প্রধানমন্ত্রী যখন বলেন,  
‘রানা যুবলীগের কেউ নয়’  ***
প্রিয় নেত্রীর এমন কথায়,
মনে পীড়ন হয়।
ধৃষ্ট রানার নাই কোন দল, নিত্য দুরাচার,
গণতন্ত্র চাইনা আমি, চাই স্বাধিকার।


চলবে_আগামী সংখ্যা_গণতন্ত্র_২  


***(সূত্রঃ http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDRfMjZfMTNfMV8yXzFfMzYzNjg=)