চোরায় পড়ে ধর্মের বই, লজ্জা আমি রাখব কই,
আইনচ্যুত বলে আইনের কথা, দুঃখ কারে কই।
আইনের কথা বলিস তোরা করে নীতি নিপীড়ন,
মাথা সবার হবে হেট হয় শুনলে নীতির বিবরন।
চোরের মার বড় গলা, জগৎ-সংসার বলে তাই,
অট্টহাসি প্রমাণ করে, তোদের উপর চোর নাই।
সতি নারী রাস্তায় ঘুরে, যোগায় পেটের আহার,
বেশ্যালয়ে কাটায় যে, তার গলায় স্বর্ণের হার।
স্কাইপি কথন চুরি করে পাইল কেহ সাধুবাদ,
চুরের চুরি ধরতে গিয়ে কেউবা পেল অপবাদ।
যুদ্ধাপরাধীর বিচার চেয়ে হলেম আমি নাস্তিক,
সুদ-সমকামী সমর্থনে সাজেন কেহ আস্তিক।
পরপুরুষকে সঙ্গে নিয়ে করছে কেহ এবাদত,
তারাই আবার করছে নাকি ইসলামের ইজ্জত!
ভুতের মুখে রাম নাম, যেমন অকল্পিত ধোঁকা,
আইনচ্যুতের আইনের কথায় বনিলাম বোকা।
হায়রে আজব মানুষ, আজব তোদের আচরণ,
যুগসঞ্চিত গ্লানি নিয়ে করছিস তোরা বিচরণ।
ভণ্ডামিরও সীমা আছে, জেনে রাখিস তোরা,
সময় বেশী দূরে নয়, হাতে পড়বে হাতকড়া।


মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)