জান্নাতের দ্বার খোলে এলোরে রমজান,  
তাইতো সবার মনে বইছে খুশির বান ।
রহমতের বার্তা নিয়ে এলোরে রমজান,
নিরসনের বার্তা নিয়ে এলোরে রমজান,
পরিত্রানের বার্তা নিয়ে এলোরে রমজান,
তাইতো সবার মনে বইছে খুশির বান ।
শুরু হলো রোজা, রহমতের দ্বার খোলা,
নিয়ে নাও অব্যাহতি ওরে আত্মভোলা।
ওগো মোমিন মুসলমান করোনা দেরী,
বরকতময় খাবার, খেয়ে নাও সেহেরী,
সেহেরী খাও রোজা রাখ, পাবে পরিত্রাণ,
রহমতের বার্তা নিয়ে এলোরে রমজান।  
দণ্ডায়মান হবে যেদিন কঠিন ঐ হাসরে,
হিসাব নিবেন জারে জারে কঠিন কাহহারে।
সেদিন কেউ উঠবে খালি হাতে, কেউবা উলঙ্গ,
রোজাই তখন বস্ত্র হয়ে ঢাকবে তাদের অঙ্গ।  
হে সত্যান্বেষী, এসো সত্য পথের পানে।  
অনুকম্পা লুটে নাও, ভাস মুক্তির বানে।
হে বিপথগামী সময়কে করোনা অনবধান,
জান্নাতের দ্বার খোলে এলোরে রমজান।


মোহাম্মাদ সহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসী)