যখন আমি দ্বারে দ্বারে ঘুরছি স্বপ্নাবেশে
ঠিক তখনি দেখা দিলে তুমি মৃদু হেসে,
মুচকি হাসি দিলে তুমি আমার পানে চেয়ে  
অন্তর স্বর্গ উঠল কেঁপে তোমার দেখা পেয়ে।  


দিলে আরও স্বপ্ন কতেক চুনূরি মাখামাখি ,  
হৃদয় পটে  এঁকে তোমায় কালান করি আঁখি।
সেদিনের মত তুমি আমি টানলাম বিভাজিকা,
জ্যোৎস্না রাতে এসো ওগো স্বপ্নাবেশী নায়িকা।  


বসন্তের এই ভোর সকালে যখন হাসে গ্রহপতি,
ঘাসের ফুলে  নীহার বিন্দু ছড়ায় হীরার জ্যোতি।    
নীহার বিন্দু আরশি হয়ে ভাসে তোমার ছবি,
তোমার কথা ভেবে আমার উল্টা-পাল্টা সবি।  


এ জীবনে কি পাব আমি তোমায় একন্তে!
কবে সখী মিলবো আমরা একই বৃন্তে?
কালহরণে প্রেমের উত্থান এই প্রত্যাশে,
চিরদিন যাব আমি তোমায় ভালবেসে।