যেই শিশুটির আর্তি শুনে,
বুক ভেসে যায় জলে।
বিশ্বাসী সেই শিশুর কথা,
সবাইকে যাই বলে।


মানবতা সব বিপন্ন আজি,
যুদ্ধবাজদের ফাঁদে।
তাইতো আজি বিবেকের বানী,
ডুকরে ডুকরে কাঁদে।


যুদ্ধাহত এক সিরিয়ান শিশুর
বিশ্বাস কত কড়া,
তিন বছরের এক শিশুর নিকট
পরাজিত তোরা।


‘আমি আল্লাহকে সব বলে দিবো’
শিশুটির শেষ বিদায়ের কহন।
রক্তমাখা দেহ দেখে তার,
জলে ভরে দু’নয়ন।


আদর্শ আর বিশ্বাসের কভু,
হয়না রে অবসান।
বিদায়কালেও অবিচল শিশু,
রেখেছে তার প্রমাণ।


তোমরা, আদর্শকে আদর্শ দিয়ে ,
না করে প্রতিহত।
নিষ্পাপ দেহ বুলেট ছুড়ে,
করলে কেন ক্ষত?


অবুঝ শিশুর করুণ বাসনা
বিফল হবার নয়,
বিশ্বাসের কাছে অবিশ্বাসীদের
হবেই পরাজয়।


সিরিয়ার তিন বছরের এক যুদ্ধাহত শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগ মুহূর্তে উচ্চারিত বাণী ‘আমি আল্লাহকে সব বলে দিবো!’, যে কথা শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি, তাই নিষ্পাপ এই শিশুর জান্নাতী আত্মার প্রতি উৎসর্গকৃত আমার এ কবিতা।


মোহাম্মদ সহিদুল ইসলাম