এরই নাম হয়তো নিয়তি
©.......সহিদুল


এরই নাম বুঝি ভাগ্য, এরই নাম হয়তো নিয়তি,
সারাজীবন যাকে ভালবেসে গেলাম,
সে বুঝি ছিল উদাসীন,
আমার ভালবাসার প্রতি, এরই নাম হয়তো নিয়তি।


এই বুঝি কপালের লিখন, এরই নাম হয়তো নিয়তি।
ভুলেও আমি চাইনি যাহা,
সেই ভুলে পাওয়া জিনিস কেন?
কপালে চিহ্ন আঁকে যতি!!! এরই নাম হয়তো নিয়তি।


এরই নাম বুঝি নসিব, এরই নাম হয়তো নিয়তি,
সঙ্গোপিত মনে ভালবেসে গেলাম শুধু,
একটুখানি কষ্ট, বুঝাতে ব্যর্থ তাকে,
আমার পরিণতি, এরই নাম হয়তো নিয়তি।


এটাই হয়তো প্রীতি, এটাই হয়তো রীতি,
প্রীতি আমার শুধুই স্মৃতি, বিধির সুকৃতি।
সবার মত তুইও এড়াবি, ব্যর্থ মোর গীতি!
হায়রে প্রিয়তি, এরই নাম হয়তো নিয়তি!!!


মোহাম্মদ সহিদুল ইসলাম
সিঙ্গাপুর