আইলো নব বার্তা নিয়ে আসমানের ঐ চান,  
শরীর আমার নেচে উঠে উতলা হয় প্রাণ।    
হিংসা ভুলো বিদ্বেষ ভুলো, ভুলো অভিমান,
ঈদের আনন্দ বানে ভাসাও তোমার প্রাণ।
ঈদানন্দের ছন্দে সবাই গাই সাম্যের গান,  
আশার আলো জ্বেলে করি হতাশার অবসান।  
প্রতিবেশীর খবর নিয়ো, জেনো তার অবস্থান,
অনাহারী থাকলে তাদের অন্ন কইরো দান।
পড়শি যদি কাটায় নিশি, অনাহারে দিনমান,
উল্লাস-আনন্দ তোমার হবেই একদিন ম্লান।
খুশীর বানে ঢেউ তুলেছে ঈদের ঐ ময়দান,
সবে মিলে গাইছে দেখ ১ আল্লাহ্‌র জয়গান।  
ভোর হলে দোর খুলি শুনে পুন্য আহ্বান,  
মোনাজাতে বলি আমি তুলে হাত দু’খান,    
হে দোজাহানের মালিক, হে রহিম-রহমান,
ধনী গরীব সকলকে তুমি শান্তি করো  দান।  
এসো বুকে মিলাই বুক ভুলি আত্মাভিমান,
ভ্রাতৃত্বের আলিঙ্গনে আমরা হই পুণ্যবান।  


মোহাম্মদ সহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসী)