সবেমাত্র নবম শ্রেণীতে যখন পদার্পণ,
তোমায় নিয়ে স্বপ্ন দেখে আমার অবুঝ মন।
খেলার বয়স থেকে ছিলে, তুমি আমার জানা,
কে জানে? আমার মনে দিবে একদিন হানা,
এমন করে তোমায় নিয়ে ভাবিনিতো আগে,
যতই দেখি তোমায় আরও দেখার তৃষ্ণা জাগে।
বিধি, আপন হাতে এমন করে গড়েছে তোমায়,
তোমায় দেখে পূর্ণিমার চাঁদ যেন লজ্জা পায়।
রূপনগরের রুপের রানী, রূপের তোমার নাইকো তুল,
জীবন নামের ফুল বাগানে তুমি ফোটা গোলাপ ফুল,
কি দিয়ে করব আমি তোমার রুপের তুলনা,
বিশ্ব জুড়ে সবই আছে, শুধু তোমার জুরি মেলেনা।
রুপে তোমার আছে জাদু আমার মনে হয়,
রুপের চেয়েও ভাল লাগে তোমার অভিনয়।
তোমায় নিয়ে জীবনে মোর ভালবাসার সূচনা,
এ ভুবনে করব আমি সুখের স্বর্গ রচনা,
হঠাৎ তুমি হারিয়ে গেলে, অজানা এক ঝড়ে,
তোমার চির বিরহ আমি সইব কেমন করে।
আমায় তুমি করেছ পর, জীবনের লাগি,
তোমার জন্য এখন আমি সেজেছি বৈরাগী,
জানি এ জীবনে মিটিবেনা আমার স্বপ্ন সাধ,
অবুঝ মনের স্বপ্ন দেখা শুধুই অপরাধ।