কখনো কি তুমি জানতে চেয়েছ?
তোমায় আমি কতটুকু ভালবাসি !
যে ভালবাসা অন্তরের অভ্যন্তরে
সৃজন হয়ে প্রশান্ত লহরের মত
স্থির হয়ে আছে নিরবে, নিভৃতে।


আমি শুধু জানি, আমার অস্তিত্ব,
আমার লোহিত রক্ত কনিকা
প্রতি মুহূর্তে সেই স্থির হওয়া
আতান্তর অবসহন করে যাচ্ছে
তপ্ত অঙ্গে নিশ্চলে , নির্জনে ।


অন্তর্দেশের উন্মন্থন অস্বাভাবিক  
হয়েছে, হয়েছে অযুগ্ন রক্তক্ষরণ ।
তুমি কখনো জানতেও চাওনি,
কেন আমার এ অযুগ্ন রক্তক্ষরণ?
কেন আমার নির্বাক অশ্রু বিসর্জন?

হয়তোবা কোন একদিন তুমি  
জানবে, তোমায় কত ভালবাসি।    
কলিজার কোথায় তোমাকে আমি  
স্থান দিয়েছেলাম, সেদিন সার্থক  
আমি, অনাবিল আমার প্রেম।


মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)