বিজন, বলতে পার কেন আজ আমাদের নিগূঢ়তা?  
বলতে পার কি, কেন আজ আমাদের নিস্তব্ধতা?  
হয়ত তুমি বলবে আমায়, এতো নয়কো নতুন বার্তা,  
এতো মোদের নিত্য দিনের রুটিনের নির্জনতা।  


আজকে তুমি বলবে আমায় আদি-অন্ত বিস্তর,
সঠিক করে দিবে তুমি আমার প্রশ্নের উত্তর।    
জানি তুমি পারবে না বলতে মিথ্যে কথা,  
তারপরও বলবে তুমি ছুঁয়ে আমার মাথা।


শুধু একটি প্রশ্ন করছি বিজন, তুমি শুনে নাও,
সত্যি করে বল, তুমি নাকি গণিকা বাড়ী যাও।  
নিশ্চুপ কেন! বিজন তুমি, বল মাথা তুলি,
শোন বিজন সকল ভারার্পণ গিয়েছ কি ভুলি!


হয়তো বা তোমার কাছে এটি হবে, ইতস্তত লগ্ন,  
তারপরও তোমার সামনে আমি, হয়েছি অর্ধনগ্ন।  
ভাল করে তাকাও আমার দিকে,  
বল তুমি, কি নাই আমার বুকে।  
তবে তুমি মাতাল কোন দুঃখে!
গণিকার কাছে যাও কোন সুখে।  


সময়ের কাজ সময়ে ভাল অসময়ে নয়,
অসময়ে করলে কাজ জীবন বিফল হয়।
যার জন্য তুমি এতো বেদনা বোধ হীন,
সময় হলে কাছে পাবে তাকে নিশি-দিন।


একটি কথা রাখছি গেঁথে আমার মনের ভিতর,
অনাবিল প্রেম পুণ্য রাখব আসুক যতই ঝড়।    
সৎ ইচ্ছাই করতে পারে জীবন তোমার সফল,
নইলে কিন্তু সোনার জীবন হবে তোমার বিফল।


মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর)